1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

হেলথ ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। একই সময়ে নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ২১১ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ২০৩ জন, বরিশালে ১৩৯ জন, চট্টগ্রামে ১১৪ জন, রাজশাহীতে ৬৩ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—মোট ১২৩ জন। বরিশালে মৃত্যু ৩৬ জন, ঢাকা উত্তরে ৩৩ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৩ জন, ময়মনসিংহে ৯ জন, খুলনায় ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা শেষ হলেও বিভিন্ন এলাকায় জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন অব্যাহত থাকায় সংক্রমণ কমছে না। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের যৌথ উদ্যোগ জরুরি বলে তারা মত দিয়েছেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!