
সিলেটের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। শনিবার সকালে তিনি সিলেটের সর্বস্তরের সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের হাতে সিলেটের দাবি-দাওয়া সংবলিত প্রচারপত্র তুলে দেন।
প্রচারপত্রে বলা হয়, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় সিলেটবাসী দীর্ঘদিন ধরে ভয়াবহ দুর্ভোগের শিকার। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, রেলপথে বগি সংকট ও টিকিটের কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটের আকাশচুম্বী দাম—সব মিলিয়ে সিলেট যেন অর্থনৈতিকভাবে শোষণের শিকার হয়েছে।
প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে রোববার সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।
শনিবার সকালে নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি, চৌহাট্টা, আম্বরখানা ও হাসান মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটবাসীর যাতায়াতের দুর্ভোগ দূর করতে স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দাবি না মানলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি সতর্ক করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply