
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও সাবেক জাতীয় দলের পেসার মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর ঠিক আগে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে দুই দলের খেলোয়াড়রা মাঠে ওয়ার্মআপ করছিলেন। এ সময় হঠাৎ করে মাঠেই লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জটলা তৈরি হয় এবং মাঠেই তাকে সিপিআর দেওয়া হয়। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর জাকিকে তাৎক্ষণিক সিপিআর দেওয়া হয়। এতে তিনি কিছু সময়ের জন্য নিঃশ্বাস ফিরে পান ও সাড়া দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিং পেশায় যুক্ত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরে তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো পেসারদের বোলিং উন্নয়নে জাকির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে তার সংশোধন প্রক্রিয়ায় জাকির তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply