ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।
অবরোধের ফলে মহাসড়কটির দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে অবরোধকারীদের অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৪০–৪৫ জন ছাত্র-জনতা সাইনবোর্ড এলাকায় জড়ো হয়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে জ্বালাময়ী স্লোগানও দেন।
আন্দোলনে অংশ নেওয়া জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন,
“ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী রাজপথে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন।
এদিকে, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকাও উত্তাল হয়ে উঠেছে। রোববার সকাল থেকেই সেখানে জনতা জড়ো হতে শুরু করে। বেলা ১১টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিবৃতির কারণে কর্মসূচি পিছিয়ে দুপুর ২টায় শুরু করা হয়।