1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

Google Dialer আপডেটে ডায়াল প্যাডে নতুন পরিবর্তন, চাইলে ফিরিয়ে নেওয়া যাবে আগের ভার্সন

প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

যেসব স্মার্টফোনে Default Google Dialer ব্যবহার হয়—যেমন Realme, Oppo, OnePlus ও Motorola—এসব ডিভাইসের ডায়াল প্যাডে পরিবর্তন এসেছে। এটি মূলত Google Dialer-এর সর্বশেষ আপডেট, যেখানে নতুন ইউজার ইন্টারফেস ও ফিচার যোগ হয়েছে। ডিজাইনকে আরও Materialistic করা হয়েছে, ফন্টও বড় করা হয়েছে। অনেকের কাছে এটি নতুন মনে হতে পারে, আবার কারও পছন্দও নাও হতে পারে।

অন্যদিকে Vivo, Samsung ও iPhone-এ এই পরিবর্তন দেখা যাবে না, কারণ তারা নিজস্ব ডায়ালার ব্যবহার করে। তবে কিছু Vivo ব্যবহারকারীর ক্ষেত্রে পরিবর্তন দেখা গেছে, কারণ তাদের ফোনে Google Auto-Update সক্রিয় ছিল।

যারা নতুন ডায়ালার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বা আগের মতো রাখতে চান, তারা সহজেই সমাধান করতে পারবেন। শুধু Play Store-এ গিয়ে Google Dialer বা Phone by Google সার্চ করে সর্বশেষ আপডেট Uninstall করলেই আগের মতো হয়ে যাবে। আর যাদের ভালো লাগছে, তারা আপডেট রেখে দিতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!