1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

জীবননগরে মানবিক সংগঠনের পক্ষ হতে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এইচ এম হাকিম, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে জীবননগর মানবিক সংগঠনের পক্ষ হতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, জীবননগরে মানবিক সংগঠন সবসময় সাধারণ ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে প্রচন্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় জন্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাব সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন , সংগঠনের উপদেষ্টা এমআই মুকুল, মুতাসসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি,সদস্য সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর সবুর, আব্দুল হালিম প্রমুখ।

এসময় মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু বলেন, মানবিক সংগঠন সাধারণ অসহায় ও হতদরিদ্রদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিম তার নিরলস প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম গতিশীল রয়েছে। আমরা জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

জীবননগর উপজেলায় মানবিক সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিমের পক্ষ হতে প্রাথমিক পর্যায়ে ৩০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেই সাথে সম্পূর্ণ শীত মৌসুম জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানবিক সংগঠনের ভালোবাসার উপহার প্রোঁছিয়ে দিচ্ছে।

এ বিষয়ে সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জীবননগর মানবিক সংগঠন সব সময় অসহায় হতদরিদ্র ছিন্ন মানুষের জন কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে, মানবিক সংগঠন কে যারা অর্থ ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলেকে জীবননগর মানবিক সংগঠন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!