1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

মেট্রোরেল স্টেশনে ৩১টি খুচরা দোকান ভাড়া দেবে ডিএমটিসিএল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৪টি মেট্রোরেল স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) মোট ৩১টি খুচরা দোকান (রিটেইল শপ) ভাড়া দেওয়ার ঘোষণা দিয়েছে। এ কার্যক্রম পরিচালিত হবে ‘ডিএমটিসিএল-এর বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩ (১ম সংশোধনীসহ)’ অনুযায়ী।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীরা প্রতিদিন যাতায়াতের সময় যেন প্রয়োজনীয় সেবা ও পণ্য সহজে কিনতে পারেন, সে জন্য মেট্রোরেল স্টেশনগুলোতে এসব দোকান চালু করা হবে। এতে ক্ষুদ্র উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্র্যান্ডগুলোর জন্য ব্যবসার নতুন সুযোগ তৈরি হবে।

আবেদনের নিয়মাবলি:

  • আবেদন ফরম সংগ্রহ করা যাবে ১৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে মেট্রোরেল ভবন (রুম নং ৩১৯, লেভেল-৩, দিয়াবাড়ি, উত্তরা) থেকে।

  • প্রতিটি ফরমের মূল্য ৫ হাজার টাকা (অফেরতযোগ্য), যা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

  • প্রি-বিড ব্রিফিং সভা ও সাইট ভিজিট অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিএমটিসিএল সম্মেলন কক্ষে (লেভেল-৫, দিয়াবাড়ি, উত্তরা)।

  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টা।

আবেদনকারীর যোগ্যতা:

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট ও আয়কর প্রদানের প্রমাণপত্র।

  • ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

  • ব্যাংক কর্তৃক ইস্যুকৃত গত এক বছরের লেনদেন বিবরণী ও আর্থিক সচ্ছলতার সনদপত্র।

  • পূর্ণাঙ্গ ব্যবসা পরিকল্পনা (পণ্য বা সেবা, পরিচালনার ধরন ও জনবল কাঠামোসহ)।

শর্তাবলি:

  • চুক্তির প্রাথমিক মেয়াদ হবে ৫ বছর।

  • আবেদন জমার সময় বার্ষিক ভাড়ার ১৫% জামানত জমা দিতে হবে।

  • চুক্তি সইয়ের আগে বার্ষিক ভাড়ার ২০% নিরাপত্তা জামানত ও এক বছরের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হবে।

  • প্রতি বছর ভাড়া ৫% হারে বৃদ্ধি পাবে।

  • উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ দরদাতাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। প্রয়োজনে দরদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ডিএমটিসিএল।

  • ভুয়া বা জাল কাগজপত্র জমা প্রমাণিত হলে আবেদন বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হবে।

ডিএমটিসিএলের এ পরিকল্পনায় মেট্রোরেল স্টেশনের নিরাপত্তা ও নান্দনিকতাকে অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি পাওয়া যাবে ডিএমটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে: **www.dmtcl.gov.bd**।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!