1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে হস্তক্ষেপ না করার বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

ইরানে চলমান হামলা বন্ধে ইসরায়েলকে হস্তক্ষেপ না করার স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কূটনীতিকরা চাপ সৃষ্টি করলেও ট্রাম্প জানিয়েছেন, “ইসরায়েল এখন জিতছে, তাই জয়ী পক্ষকে থামতে বলা কঠিন।”

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা খুব ভালো করছে, এখন জয়ের পথে। এমন পরিস্থিতিতে কিছু বলা ঠিক নয়।”

তার এ বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো চাপ সৃষ্টি বা হস্তক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এদিকে, ইউরোপীয় নেতারা সংঘাত কমিয়ে আনার এবং আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও তা বাস্তবে তেমন কার্যকর হচ্ছে না।

উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা, বিবিসি, ওয়াশিংটন পোস্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট