1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

ইদ উপলক্ষ্যে ডকটাইম লিমিটেডের উদ্যোগে পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ইদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডকটাইম লিমিটেড। প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা অসহায় শিশুদের নতুন পোশাক উপহার দিয়েছে, যা তাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। ডকটাইম লিমিটেডের কর্মকর্তা-কর্মচারিদের একটি দল এবং একদল তরুণ স্বেচ্ছাসেবক এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পোশাক পেয়ে উচ্ছ্বাসে ভরে ওঠে শিশুদের মন। তাদের চোখ-মুখের উজ্জ্বলতা যেন ঈদের চাঁদের মতো ঝলমলে হয়ে ওঠে।

অনুষ্ঠানে ডকটাইম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, “ঈদ মানেই আনন্দ, কিন্তু এই আনন্দ সবার জন্য সমানভাবে আসে না। তাই আমরা চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর, যাতে তারা ঈদের দিন নতুন পোশাক পরে আনন্দ উপভোগ করতে পারে।”

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। পথশিশুরাও তাদের অনুভূতি প্রকাশ করেছে। একজন শিশু উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “নতুন জামা পেয়েছি, এবার ঈদে আমিও নতুন জামা পরব!”

ডকটাইম লিমিটেড ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটির এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে ঈদের আনন্দকে আরও গভীর ও অর্থবহ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট