1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

DocTime ও Green Dot Ltd এর মধ্যে পার্টনারশিপ চুক্তি

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। সম্প্রতি দেশের প্রথম পানি বিশুদ্ধিকরণ ও ওয়াটার ফিল্টার সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান Green Dot Ltd. এবং বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিনির্ভর নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম DocTime-এর মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় Green Dot Ltd.-এর গ্রাহকরা এখন থেকে DocTime-এর অনলাইন অভিজ্ঞ ডাক্তার কনসালটেশন সেবা সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন দিন-রাত ২৪ ঘণ্টা। এর ফলে গ্রাহকরা ঘরে বসেই ডাক্তার দেখানোর সুযোগ পাবেন, যা সময় ও খরচ দুটোই বাঁচাবে এবং স্বাস্থ্যসেবা গ্রহণে তৈরি হবে নতুন এক অভিজ্ঞতা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় Green Dot Ltd.-এর প্রধান কার্যালয়ে। Green Dot-এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সম্মানিত চেয়ারম্যান জনাব এবিএম জাহিদুল ইসলাম এবং DocTime-এর পক্ষে স্বাক্ষর করেন জনাব নূর মোহাম্মদ, ডিরেক্টর – বিটুবি সেলস ও পার্টনারশিপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যারা এই অংশীদারিত্বকে বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবায় একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন।

এ বিষয়ে DocTime-এর ডিরেক্টর, বিটুবি সেলস ও পার্টনারশিপ জনাব নূর মোহাম্মদ বলেন,
“Green Dot-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য সম্মানের। আমরা বিশ্বাস করি, এই পার্টনারশিপ প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছে গুণগত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক হবে।”

Green Dot Ltd.-এর চেয়ারম্যান জনাব এবিএম জাহিদুল ইসলাম বলেন,
“আমাদের গ্রাহকদের শুধু বিশুদ্ধ পানি নয়, এখন থেকে সময়মতো স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে পারব বলে আমরা আনন্দিত। DocTime-এর স্বাস্থ্য পরিষেবা আমাদের গ্রাহকসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

DocTime-এর মাধ্যমে ঘরে বসেই অনলাইনে স্বাস্থ্যসেবা নিতে পারায় দেশের সব প্রান্তে উন্নত স্বাস্থ্যসেবা হয়ে উঠেছে আরো অনেক বেশি সহজলভ্য ও সাশ্রয়ী। প্রতিদিন এই প্ল্যার্টফর্মটি গড়ে ৬৫০-এরও বেশি মানুষকে ডাক্তার ভিডিও/অডিও কনসালটেশন সার্ভিস দিয়ে যাচ্ছে। গভীর রাতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে DocTime-এর গ্রাহকরা অ্যাপের মাধ্যমে প্রতিদিন গড়ে ৮০-১০০ টি কনসালটেশন সেবা নিচ্ছেন বলে জানা গেছে। নিঃসন্দেহে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি DocTime-এর এক অনবদ্য সাফল্য তো বটেই; অন্যদিকে, গভীর রাতের এই জরুরি মুহূর্তে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবা দিতে পারায় তারা অনেক বেশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছে।

DocTime শুধুমাত্র সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে না, বরং বাংলাদেশের কর্পোরেট সেক্টরেও স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপন করছে। দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, রিটেইল চেইন, ফ্যাক্টরি ও সার্ভিস সেক্টরের কর্মীরা এখন DocTime-এর মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং সহজভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন।

DocTime ইতোমধ্যেই একাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে সফল পার্টনারশিপ বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে কর্মীদের জন্য বিশেষ হেলথ বেনিফিটস, হেলথ ক্যাম্পেইন, স্বাস্থ্য সেমিনার এবং মেন্টাল হেলথ সাপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোতে কর্মক্ষমতা বৃদ্ধি, কর্মীদের উপস্থিতি বৃদ্ধি এবং কর্মপরিবেশে স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠছে।

Green Dot-এর এই অংশগ্রহণ সেই বড় লক্ষ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট