রাজধানীর বাড্ডা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. শুভ মিয়া (২১)।
শুক্রবার (৮ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে দক্ষিণ আনন্দ নগর বাইতুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করে বাড্ডা থানার একটি চৌকস টিম।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—ওই স্থানে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভ মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।