1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সব অফিস আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে। ছুটির দিনেও মিলবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে গতকাল সোমবার খুলেছে নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম। তবে এখনো ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সব ধরনের নাগরিক সেবা বন্ধ ছিল। ওই সময় ইশরাকপন্থি কর্মচারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে রাখার পাশাপাশি বিভিন্ন বিভাগে তালা লাগিয়ে সেবা কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করেন।

ঈদের বিরতির পর ১৫ জুন থেকে তারা আবারও অবস্থান কর্মসূচি শুরু করেন। ফলে পরশুদিন পর্যন্ত নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য বিভাগে তালা দেওয়া ছিল। দীর্ঘ অচলাবস্থার পর গতকাল সোমবার ফটক ও বিভাগগুলো খুলে দেওয়া হয় এবং সেবা কার্যক্রম ফের শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট