ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের সামনে থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে ভবনের সামনে একটি গাছের নিচে পাওয়া যায় এসব বস্তুন।
ঢাবির সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ভবনের সামনে গাছতলায় দুটি ওয়ানটাইম বক্সে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তারা শাহবাগ থানা পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে সংশ্লিষ্ট টিম ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।
উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে যে, এগুলো অবিস্ফোরিত ককটেল। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত