ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে দায়িত্ব ছাড়ার পাশাপাশি সবাইকে কে কী করেছে তা প্রকাশ করার হুমকি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। উপাচার্য বলেন, “পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। আমরা ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা করছি। কমিশনের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম চলছে এবং সকল অংশীজনের সাথেও আলোচনা সম্পন্ন হয়েছে।”
তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি কেউ নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অমান্য করে, তবে তার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত করা হতে পারে। ড. নিয়াজ আহমদ খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার।