1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

ডাকসু নির্বাচন: শিক্ষক-শিবির যোগসাজশের অভিযোগ ছাত্রদল নেতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অসত্য দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি এ দাবি জানান।

নাছির উদ্দীন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন এবং তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষেই কাজ করছেন। তিনি আরও বলেন, “আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে বুথ বসিয়েছি। কিন্তু শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রের কাছেই প্রচার চালাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ।”

তিনি অভিযোগ করেন, শিবির সমর্থিত সাদিক-ফরহাদের ব্যালটে অটো ভোটের ঘটনাও ঘটেছে। সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!