বুধবার (১০ সেপ্টেম্বর) রাত দেড়টার পর থেকে ধাপে ধাপে এসব ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে অধিকাংশ হলে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ।
কার্জন হল কেন্দ্র
অমর একুশে হলে ভিপি পদে সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১, উমামা ফাতেমা ৯০, শামীম হোসেন ১১১, আবদুল কাদের ৩৬ এবং বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬, মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের মজুমদার ১৪৭ ও তানভীর বারী হামিম ১৮০ ভোট পেয়েছেন।
সুফিয়া কামাল হল
ভিপি পদে সাদিক কায়েম ১,২৭০ ভোট পেয়ে এগিয়ে। উমামা ফাতেমা ৫৪৭, শামীম হোসেন ৪৮৫, আবিদুল ইসলাম খান ৪২৩ ভোট পেয়েছেন।
ফজলুল হক হল
ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১, উমামা ফাতেমা ১৫৩ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯, মেঘ মল্লার বসু ৯৯, আবু বাকের মজুমদার ৩৪১ ও তানভীর বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।
শহীদুল্লাহ হল
ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬, আবিদুল ইসলাম ১৯৯, উমামা ফাতেমা ১৪০ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ হোসেন ৭৭৩, মেঘ মল্লার বসু ১২৫, আবু বাকের মজুমদার ২৪১ ও তানভীর বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।
রোকেয়া হল
ভিপি পদে সাদিক কায়েম ১,৪৭২ ভোট, শামীম হোসেন ৬৮৪, উমামা ফাতেমা ৬১৪ ও আবিদুল ইসলাম ৫৭৫ ভোট পেয়েছেন।
জিএস পদে এস এম ফরহাদ ১,১২০, মেঘ মল্লার বসু ৭৮০, আরাফাত চৌধুরী ৬৬৪, তানভীর বারী হামিম ৪৪৭ ও আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছেন।
জগন্নাথ হল
ভিপি পদে আবিদুল ইসলাম খান ১,২৭৬ ভোট পেয়ে এগিয়ে। সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।
জিএস পদে মেঘ মল্লার বসু ১,১৭০, তানভীর বারী হামিম ৩৯৮, আরাফাত চৌধুরী ১৬৯, আবু বাকের মজুমদার ২৭ এবং ফরহাদ মাত্র ৫ ভোট পেয়েছেন।
শামসুন্নাহার হল
ভিপি পদে সাদিক কায়েম ১,১১৪ ভোট, আবিদুল ইসলাম ৪৩৪, শামীম হোসেন ৪১২ ও উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৮১৪, মেঘ মল্লার বসু ৫১৭, তানভীর বারী হামিম ৩১২ ও আবু বাকের মজুমদার ১৩২ ভোট পেয়েছেন।
জহুরুল হক হল
ভিপি পদে সাদিক কায়েম ৮৯৬, আবিদুল ইসলাম ৩১৪ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৬৭০, তানভীর বারী হামিম ৪০৯, আরাফাত চৌধুরী ২২০, আবু বাকের মজুমদার ৮৯ ও মেঘ মল্লার বসু ১৪০ ভোট পেয়েছেন।
এজিএস পদে মহিউদ্দিন খান ৭০৪ ভোট পেয়ে এগিয়ে।
জিয়াউর রহমান হল
ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১, উমামা ফাতেমা ১৫৩ ভোট পেয়েছেন।
সলিমুল্লাহ মুসলিম হল
ভিপি পদে সাদিক কায়েম ৩০৩, আবিদুল ইসলাম ১১০ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ২৩৭, তানভীর বারী হামিম ১২৪, আরাফাত চৌধুরী ৬৬ ও আবু বাকের মজুমদার ১৮ ভোট পেয়েছেন।
স্যার এএফ রহমান হল
ভিপি পদে সাদিক কায়েম ৬০২, আবিদুল ইসলাম ১৮৬ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৫৮৮, তানভীর বারী হামিম ২৪৫, মেঘ মল্লার বসু ১৫৭ ও আবু বাকের মজুমদার ৫৪ ভোট পেয়েছেন।
বিজয় একাত্তর হল
ভিপি পদে সাদিক কায়েম ৯৯১, আবিদুল ইসলাম ২৭৮ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৭৭৯, তানভীর বারী হামিম ৫৪২ ভোট পেয়েছেন।
জসীম উদ্দীন হল
ভিপি পদে সাদিক কায়েম ৬৪৭, আবিদুল ইসলাম ১৮৭ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৫৪০, তানভীর বারী হামিম ২৫৫ ভোট পেয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
ভিপি পদে সাদিক কায়েম ৮৪২, আবিদুল ইসলাম ২৩৮ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৬৮৩, তানভীর বারী হামিম ৩০৭ ভোট পেয়েছেন।
সূর্যসেন হল
ভিপি পদে সাদিক কায়েম ৭৬৯, আবিদুল ইসলাম ২১০ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৫৬৮, তানভীর বারী হামিম ২৮৫ ভোট পেয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হল
ভিপি পদে সাদিক কায়েম ৬৩৩, আবিদুল ইসলাম ২২১ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৫০১, তানভীর বারী হামিম ২৫৮ ভোট পেয়েছেন।
শেখ ফজিলাতুননেছা মুজিব হল
ভিপি পদে সাদিক কায়েম ৭৪২, আবিদুল ইসলাম ২২৭, উমামা ফাতেমা ২২৩ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৫৯৫, মেঘ মল্লার বসু ৩১২ ও তানভীর বারী হামিম ২২৯ ভোট পেয়েছেন।
কুয়েত মৈত্রী হল
ভিপি পদে সাদিক কায়েম ৬২৬, আবিদুল ইসলাম ২১০, শামীম হোসেন ২৩৩ ও উমামা ফাতেমা ২২৬ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৪৫৮, মেঘ মল্লার বসু ২৭৫, তানভীর বারী হামিম ১৭৯ ভোট পেয়েছেন।
এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী ছিলেন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬২ জন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত