1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির বাজেট বরাদ্দ ১৫৯ শতাংশ বৃদ্ধি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। সোমবার ঘোষিত বাজেট অনুযায়ী, ইসির জন্য মোট ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এর মধ্যে ২ হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন ব্যয় এবং ২২৯ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য নির্ধারিত। গত অর্থবছরে (২০২৪–২৫) সংশোধিত বাজেটে ইসির বরাদ্দ ছিল ১ হাজার ১৪২ কোটি টাকা। ফলে নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৮১৪ কোটি টাকা, যা প্রায় ১৫৯ শতাংশ বৃদ্ধি।

যদিও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় ইসির বরাদ্দ নিয়ে সরাসরি কিছু বলেননি, মন্ত্রণালয় ও খাতভিত্তিক বরাদ্দ তালিকায় এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, এই বরাদ্দের বড় অংশই জাতীয় নির্বাচন আয়োজনে ব্যবহৃত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসির বরাদ্দ ছিল প্রায় ৪ হাজার ১৯০ কোটি টাকা, যার মধ্যে পরিচালন ব্যয় ছিল প্রায় ৩ হাজার ৯৮১ কোটি টাকা। সেই তুলনায় এবার বরাদ্দ কিছুটা কম হলেও নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে একে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট