
দেশে আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ছে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম বাড়ছে ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ছে ৩৩ টাকা। নতুন এ মূল্য আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্য ঘোষণা করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায়।
এর আগে ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় তা অনুমোদন করেনি।
সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়—
বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা করা হয়েছে (আগে ছিল ১৮৯ টাকা)।
পাঁচ লিটারের বোতল ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৫৫ টাকা করা হয়েছে—যেখানে ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
খোলা সয়াবিন তেল এখন বিক্রি হবে ১৭৬ টাকা লিটারে।
পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা লিটার।
নতুন দাম কার্যকর হলে বাজারে ভোজ্যতেলের খুচরা মূল্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply