1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

রূপগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদল আদর্শ চরিত্রবান লোক। জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচি আদর্শ লোক তৈরি করছে। এ লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর সদস্যদেরকে কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে তৈরী করে সমাজের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হবে।

তিনি আজ সকালে রূপগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত সদস্য ( রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, রূপগঞ্জ আসনে জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম মজিদ, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ফারুক আহমেদ, মুহাম্মদ আনিসুর রহমান, আবু হানিফ ভূইয়া, মুহাম্মদ খাইরুল ইসলাম প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ দরকার। সোনার মানুষ তৈরীর জন্য সোনালী আদর্শ দরকার। ইসলামই একমাত্র সেই আদর্শ। ইসলামের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!