
ভোটের দায়িত্ব পালনকালে কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (আইইটি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষক টিমের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি ইউএনওদের উদ্দেশে বলেন,
“কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না।
“আমরা আপনাদের কোনো অন্যায় আদেশ দেব না, কোনো বেআইনি হুকুমও দেব না। আমাদের নির্দেশনা সবসময় আইন অনুযায়ী হবে, আর আপনারাও সেটি অনুসরণ করবেন।”
নাসির উদ্দিন ইউএনওদের দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
“যে দায়িত্বই পড়ুক না কেন, তা আইনসম্মতভাবে, নিরপেক্ষভাবে ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি—সেই স্বপ্ন পূরণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবচেয়ে জরুরি। যে জাতি যতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জাতিই ততটা সভ্য।”
তিনি নির্বাচনী কাজে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বলেন,
“সমন্বয় একটি বড় বিষয়, আর এ দায়িত্ব মূলত আপনাদের ওপরই নির্ভর করে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার ও মনিটরিং সেলের সঙ্গে সমন্বয় সিরিয়াসলি করতে হবে। কোনো সংকট দেখা দিলে শুরুতেই তা মোকাবিলা করতে হবে। ভোটের পর যেন এমন না হয় যে, কেন্দ্র দখল হয়ে গেছে আর তখন আপনি উপস্থিত হয়েছেন—এটা আপনাদের নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply