আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে এখনো ঠিক হয়নি, কোন তিনটি আসন থেকে তিনি প্রার্থী হবেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একটি আসনে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। অন্যদিকে, সিলেট-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে পারেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি ইতোমধ্যে দেশে ফিরে নিজের ভোটার তথ্য হালনাগাদ করেছেন।
এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটগ্রহণ হতে পারে।
২০০৮ সালের পর প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। গত বছরের জুলাইয়ের রাজনৈতিক উত্তাপের পরও তিনি দেশে ফেরেননি। বিএনপি সূত্র বলছে, নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে দলটি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার সময় তিনি নিজেই ঠিক করবেন। এটি আগে থেকে বলা কঠিন। তবে তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে বড় চমক হয়ে আসবে। হঠাৎ ঘোষণা আসতে পারে— তিনি আগামীকাল দেশে ফিরছেন।’
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত