চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদন শেষ হয়েছে। এ ধাপে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। যাচাই-বাছাই শেষে আজ বুধবার রাত ৮টার দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।
ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির ভর্তির আবেদন নেওয়া হয়। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এইচএসসি ও আলিম শ্রেণিতে ভর্তির আবেদন এভাবেই নেওয়া হলেও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আলাদাভাবে পরিচালিত হয়।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ড থেকে মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন উত্তীর্ণ হয়। পরে পুনর্নিরীক্ষণে আরও চার হাজার ৭৯২ জন পাস করে। সব মিলিয়ে মোট পাসের সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৮ হাজার ২১৮। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করেছে এক লাখ চার হাজার ৪১১ জন শিক্ষার্থী।
এ ছাড়া স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিলে পাস করেছে ১২ লাখ ৩ হাজার ৮০৭ জন। তবে তাদের মধ্যে এক লাখ ৩০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেনি।