
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর ও বাস্তবায়ন নিয়ে উদ্ভূত অনিশ্চয়তা নিরসনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে জরুরি বৈঠক শুরু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে দলে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল।
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা দেখা দেওয়ায় স্বাক্ষর প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ হিসেবে কমিশন এ জরুরি বৈঠক ডাকে।
সূত্র জানায়, কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী শুক্রবার বিকেলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। তবে আজকের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply