নারী, কিশোর-কিশোরীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সিলেটে অনুষ্ঠিত হলো “পারায়ন প্রকল্প” অবহিতকরণ সভা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ। সভাপতিত্ব করেন আর.ডব্লিউ.ডি.ও সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা এবং সঞ্চালনায় ছিলেন প্রকল্পের কাউন্সিলর কাম ট্রেইনার মো. জাহিদুল ইসলাম রশিদ।
শুভেচ্ছা বক্তব্য দেন নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা। প্রকল্পের পটভূমি ও লক্ষ্য উপস্থাপন করেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না এবং প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন এরিয়া ম্যানেজার মো. মহসিন রেজা।
তিনি জানান, “নাগরিকতা – সিভিক এনগেইজমেন্ট ফান্ড (সিইএফ)” প্রকল্পটি জিএফএ ফাউন্ডেশন, সুইজারল্যান্ড ও কানাডার আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে। বাস্তবায়ন করছে আর.ডব্লিউ.ডি.ও সিলেট এবং লিড এনজিও হিসেবে কাজ করছে অপরাজেয় বাংলাদেশ। সিলেট জেলার পাঁচটি উপজেলা—সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫ ও ১৬ অনুযায়ী গৃহীত।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রফিক, এফআইভিডিবির সমন্বয়ক মো. আজিম উদ্দিন, ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার রিপন চন্দ্র মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, জেসিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এ্যাওয়াড-এর নির্বাহী পরিচালক কেএমএসে আজাদ, অ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাস, রাশিদা খানম, ইউপি সদস্য হ্দেশ মুদি, শামিম আহমদ, আবুল কাশেম, খাদিমনগর চা বাগানের সভাপতি সবুজ তাতী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি এম রহমান ফারুক, সাংবাদিক লোকমান হাফিজ, লতিফুর রহমান উজ্জলসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও অংশীজনরা।
সভা শেষে প্রধান অতিথি পদ্মাসন সিংহ প্রকল্প বাস্তবায়নে সকলে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।