1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

জয়দেবপুর রেলওয়ে জংশনে নির্মিত হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’

মামুনুর রাজি, গাজিপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশনে নির্মিত হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।

আন্দোলনের এক বছর পূর্তিতে, মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন কর্নারটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

কর্নারটি থেকে ট্রেনের সাধারণ যাত্রী এবং স্থানীয়রা বিনামূল্যে সুপেয় পানি পান করতে এবং সঙ্গে নিতে পারবেন। জেলা প্রশাসক বলেন, “মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষ ও স্টেশনে আগত যাত্রীদের সুবিধার জন্য নির্মিত হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।”

বিইউপি শিক্ষার্থী মুগ্ধ গত বছরের ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মৃত্যুর ঠিক আগে তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বারবার জিজ্ঞেস করছিলেন—“পানি লাগবে কারো? পানি?”—এই দৃশ্যের ভিডিও সে সময় আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ কর্নারটি পুরোপুরি জনকল্যাণে উৎসর্গ করা হয়েছে এবং স্থানীয়ভাবে এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!