ইরানের অভ্যন্তরে একাধিক প্রদেশে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন পরিবহনকারী যানবাহনের অবস্থান শনাক্ত করার দাবি করেছে দেশটির পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের লেবার নিউজের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এখন পর্যন্ত ইসরায়েলের পাঠানো ১৪টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই তথ্য এমন সময় সামনে এলো, যখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি গুরুত্বপূর্ণ টেলিভিশন ভাষণ প্রচারিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম। যদিও ভাষণের নির্ধারিত সময় বা আলোচ্য বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এর আগে সর্বশেষ গত শুক্রবার (১৩ জুন) খামেনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন। ওই দিনই ইসরায়েলের এক হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হয়। এরপর কয়েকদিন নীরব থাকার পর আজকের ভাষণকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, খামেনি তাঁর ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিতে পারেন। একইসঙ্গে সামরিক প্রস্তুতির বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেন বা পরমাণু কর্মসূচি নিয়ে অবস্থান স্পষ্ট করতে পারেন। ফলে শুধু ইরান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক মহলের জন্যই এই ভাষণ যুদ্ধ-শান্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।