বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (Partnership and Cooperation Agreement – PCA) সইয়ের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনা আজ থেকে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আলোচনা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছেন উভয় পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইইউর সঙ্গে একটি বিস্তৃত ও বাধ্যতামূলক কাঠামোগত অংশীদারত্বে যুক্ত হবে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ব্রাসেলসে এই চুক্তির প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। অপরদিকে, ইইউর পক্ষে রয়েছেন বৈদেশিক সম্পর্ক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
এ দফায় ৮৩টি ধারার একটি খসড়া চুক্তি নিয়ে আলোচনা হবে। এসব ধারায় বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকার, সুশাসন, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, ইন্টারনেট নিরাপত্তা, কৃষি, জ্বালানি এবং দক্ষ অভিবাসনসহ মোট ৩৫টি খাতে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।