বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুরের কালকিনী থেকে ঢাকায় এসেছেন ১১০ বছর বয়সী বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ। দেশের প্রতি তার গভীর দেশপ্রেম এবং খালেদা জিয়ার অনড় ও আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বয়সেও তিনি দীর্ঘ পথ পাড়ি দেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সড়কে ১১০ বছর বয়সী মৌলভী আব্দুর রশিদকে দেখা যায়। তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন।
খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মৌলভী আব্দুর রশিদ বলেন,
“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেম আমাকে গভীরভাবে মুগ্ধ করত। জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও আমি অংশ নিয়েছিলাম—সেদিনও লাখ লাখ মানুষ হয়েছিল। জিয়ার মৃত্যুর পর সেই দেশপ্রেম আমি খালেদা জিয়ার মধ্যেই দেখেছি। তিনি কখনও নৈতিকতার সঙ্গে আপস করেননি।”
নিজের বয়সের কথা উল্লেখ করে তিনি আরও বলেন,
“খালেদা জিয়া হাজারো জেল-জুলুম ও অত্যাচারের শিকার হয়েও কখনও আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ আজ একজন খাঁটি দেশপ্রেমিককে হারালো। জানাজায় অংশ নিতে না পারলে আমার আফসোস থেকে যেত, তাই এই শরীর নিয়েও চলে এসেছি।”
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।
জানাজাকে কেন্দ্র করে বেলা ৩টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা—বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত জনসমাগম ছিল অভূতপূর্ব।