1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

রূপপুর এনপিপিতে মাসিক সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর উদ্যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (রূপপুর এনপিপি)-তে কর্মরত মানবসম্পদের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে “মাসিক সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রূপপুর এনপিপি ট্রেনিং সেন্টারে সেপ্টেম্বর-অক্টোবর মাসের সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে ইলেকট্রিক্যাল বিভাগের উপ-ব্যবস্থাপক ইনজামামুল ইসলাম চৌধুরী সেপ্টেম্বর-অক্টোবর মাসের সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান JSC ASE-এর প্রকল্প পরিচালক ই. লিজ ও পরিচালক আর. জে. মাসাগোতব, JSC Atomtecenergo (JSC ATE)-এর পরিচালক ডেনিস মুজলভ, Rosenenergoatom-এর পরিচালক ভাদিম ভ্লাডিমিররুভিস ছিনিয়াকব এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময় ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, “খুব শীঘ্রই ইউনিট–১ এ পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা জাতীয় পর্যায়ে এক ঐতিহাসিক ও মাইলফলক অর্জন হিসেবে বিবেচিত হবে।” তিনি আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের সফল বাস্তবায়নে রূপপুর এনপিপি–তে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিকতা, সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”

অনুষ্ঠানে রূপপুর এনপিপি–তে কর্মরত ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট, JSC ASE–এর প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য প্রদান করেন।

জানা গেছে, দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার কর্তৃক নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট–১–এর Physical Startup কার্যক্রম নভেম্বরে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মানবসম্পদের মনোবল ও কর্মদক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে এনপিসিবিএল “মাসিক সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড” চালু করেছে। প্রতিমাসে কর্মক্ষেত্রে কর্মসম্পাদন মূল্যায়নের মাধ্যমে সর্বোত্তম কর্মদক্ষতা প্রদর্শনকারী কর্মকর্তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই উদ্যোগ প্রাতিষ্ঠানিক মনোবল বৃদ্ধি ও কর্মসংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!