১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সারাদেশে ব্যাপক প্রস্তুতি চলছে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাইডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজয় দিবস উদ্যাপনের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিজয় দিবসের দিন তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১১টা থেকে ফ্লাই পাস্ট মহড়া এবং ১১টা ৪০ মিনিটে ৫৪ জন প্যারাট্রুপারের পতাকা হাতে স্কাইডাইভিং হবে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সারাদেশের অন্যান্য শহরেও সেনা, নৌ ও বিমানবাহিনীর ফ্লাই পাস্ট এবং বিভিন্ন বাহিনীর ব্যান্ড-শো অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে সকল জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা, শিশুদের রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সংস্কৃতি মন্ত্রণালয় ১৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আকরোবেটিক শো, যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ গান পরিবেশনসহ ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনের আয়োজন করছে।
উপদেষ্টারা বলেন, এবারের বিজয় উদ্যাপন হবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্মরণীয় ও অনন্য। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, জাদুঘর ও বিনোদনকেন্দ্র শিশুদের জন্য উন্মুক্ত রাখা, বন্দর ও ঘাটে নৌবাহিনীর জাহাজ দর্শনের সুযোগ, উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজ আয়োজনের মধ্য দিয়ে দিনটি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হবে।
সূত্র: বাসস।