1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

উল্লাপাড়ায় মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

শাহিদ, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অলিপুর-সড়াতৈল সড়কের মাত্র ৫০০ মিটার কাঁচা অংশের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০ গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অলিপুর-সড়াতৈল সড়কটি উত্তরবঙ্গের মহাসড়কের সঙ্গে সংযুক্ত এবং প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। তবে সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে তালুকদার বাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশ এখনো কাঁচা রয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা জমে চলাচল একেবারে দুরূহ হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমে এই পথে এক ঘণ্টার যাত্রায় সময় লাগে প্রায় দ্বিগুণ।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার উন্নয়ন দাবিতে অভিযোগ করলেও কাজের অগ্রগতি হয়নি। প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ পাকাকরণ করলেও ওই ৫০০ মিটার অংশ এখনো অপরিবর্তিত রয়েছে।

সড়াতৈল মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, “অলিপুর, বাগদা, চরবাগদা, রশিদপুর, বোয়ালিয়া, বড়হর, পাগলা বোয়ালিয়া ও গুয়াগাঁতি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক দিয়েই হাটিকুমরুল মহাসড়কে যাতায়াত করেন। শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এবং স্থানীয়রা হাটবাজারে যেতে এই রাস্তার ওপরই নির্ভরশীল। কিন্তু মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তাই এখন তাদের সবচেয়ে বড় দুর্ভোগ।”

এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, “অলিপুর-সড়াতৈল সড়কের ওই অংশের দুর্ভোগ সম্পর্কে আমরা অবগত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজের ব্যবস্থা নেওয়া হবে।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!