যশোরে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাড়িতে দেখা করতে এসে ৩০ লাখ টাকার সোনার গহনা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরাতন কসবা এলাকার আসমা খাতুন কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার আসামি করা হয়েছে চট্টগ্রাম জেলার লক্ষ্মীপুর উপজেলার উত্তর লাইনের চরমনী গ্রামের আবু তাহেরের ছেলে আবুল কাছেদকে, যিনি বর্তমানে ঢাকার সাভারের ডেইরি ফার্ম এলাকায় বসবাস করেন।
অভিযোগে আসমা খাতুন উল্লেখ করেন, গত ২০ জুলাই ফেসবুকের মাধ্যমে আবুল কাছেদের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর সকালবেলা কাছেদ যশোরে আসেন। তারা ধর্মতলা এলাকার এক স্বজনের বাড়িতে ওঠেন এবং একসঙ্গে দুপুরের খাবার খান।
বাদীর ভাষ্য অনুযায়ী, দুপুর আড়াইটার দিকে তিনি পাশের রুমে গেলে কাছেদ কৌশলে তার ব্যাগে থাকা সোনার গহনা নিয়ে পালিয়ে যান। এসবের মধ্যে ছিল— এক জোড়া সোনার বালা, চারটি সোনার চেইন, একটি ব্রেসলেট, দুই জোড়া দুল, একটি সোনার নেকলেস ও একটি বাঙ্গেলসহ মোট ১৫ ভরি সোনা, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
ঘটনার পর থেকে আবুল কাছেদকে খুঁজে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেছেন আসমা খাতুন। পরে তিনি বাধ্য হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।