1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

পরকীয়া ঠেকাতে ছেলের বিমানে বোমার ভুয়া খবর, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু রুটের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে ফোন করায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

র‍্যাব ডিজি বলেন, “সম্প্রতি ‘বিমানে বোমা আছে’—এমন একটি ফোনকলের কারণে ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়। পরবর্তীতে তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হলেও কোনো বোমা পাওয়া যায়নি।”

তদন্তে বেরিয়ে আসে, এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানতে পারেন তার স্ত্রী ও মা। এরপর ছেলেকে যাত্রা থেকে বিরত রাখতে এক বন্ধু থেকে তথ্য সংগ্রহ করে ওই মা বিমান কর্তৃপক্ষকে ফোনে বোমা থাকার মিথ্যা তথ্য দেন।

র‍্যাব জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টির পেছনে পারিবারিক দ্বন্দ্বই মূল কারণ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট