1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর সাবেক আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের শারীরিক অবস্থা জানতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পাঠান তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়, বরেণ্য এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফরিদা পারভীন গত ৫ জুলাই কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুরুতে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন এবং আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট