“যেখানে মানুষ, সেখানে সেবা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ এর ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন স্বপন। আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু আহমেদ পাটওয়ারী এবং সহ-সভাপতি হয়েছেন মিজানুর রহমান মিজি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মিজি ও জুটন তালুকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ ভুঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মিজি। এছাড়াও আইন ও মানবাধিকার, সমাজসেবা ও পরিবেশ, সাহিত্য ও গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক, প্রচার, সহ-সম্পাদক, সহ-কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের সম্পাদক ও সদস্য হিসেবে ৫০ জন কর্মী দায়িত্ব পালন করবেন।
সংগঠনের কার্যক্রমে নারী নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।
ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সমাজকল্যাণ ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন কমিটি এলাকাবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।