1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

“যেখানে মানুষ, সেখানে সেবা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ এর ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন স্বপন। আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু আহমেদ পাটওয়ারী এবং সহ-সভাপতি হয়েছেন মিজানুর রহমান মিজি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মিজিজুটন তালুকদার

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ ভুঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মিজি। এছাড়াও আইন ও মানবাধিকার, সমাজসেবা ও পরিবেশ, সাহিত্য ও গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক, প্রচার, সহ-সম্পাদক, সহ-কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের সম্পাদক ও সদস্য হিসেবে ৫০ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

সংগঠনের কার্যক্রমে নারী নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সমাজকল্যাণ ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন কমিটি এলাকাবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট