জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ ও ফ্যাসিবাদ চূড়ান্ত পরিণতির আগে পর্যন্ত এনসিপির লড়াই থামবে না।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরে আয়োজিত “জুলাই পদযাত্রা ও পথসভা”তে তিনি এ কথা বলেন। বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের উপর হামলা হয়েছে। আরও ১০টি জেলায় হামলার আশঙ্কা রয়েছে। তবু আমাদের দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যে গণঅভ্যুত্থান আমরা শুরু করেছি, তা শেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না। ফ্যাসিবাদবিরোধী লড়াই চলতেই থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা যে লড়াই শুরু করেছি তা আল্লাহর ওপর ভরসা করে চালিয়ে যাবো। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। ভয় পাওয়ার কিছু নেই। সামনে আরেকটি বড় লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি।”
মুন্সীগঞ্জের স্থানীয় সমস্যাগুলো নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই জেলায় অবৈধ বালু উত্তোলন চলছে, নদীভাঙন প্রতিনিয়ত মানুষকে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত করছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। সড়কপথের বেহাল দশা, পঙ্গু স্বাস্থ্যসেবা, শিক্ষার অব্যবস্থাপনা ও কর্মসংস্থানের অভাব—এসব নিয়ে জনগণকে প্রতিবাদে শামিল হতে হবে।”
তিনি মুন্সীগঞ্জবাসীর উদ্দেশে বলেন, “আপনারা অতীতে যেমন গণঅভ্যুত্থানে প্রতিবাদ করেছেন, তেমনি আবার জেগে উঠতে হবে। এলাকাভিত্তিক প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা নদী দুর্যোগ থেকে জনগণকে রক্ষা করবো, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবো।”