ইন্দোনেশিয়ার বালির কাছে ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বিএএসএআরএনএএস।
বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার ৩০ মিনিট পর “কেএমপি তুনু প্রত্যমা জয়া” নামের ফেরিটি ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
বিএএসএআরএনএএস জানিয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এর মধ্যে ১৪টি ছিল ট্রাক।
বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন হয়ে পড়েছিলেন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, দ্বীপসমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা প্রায়ই ঘটে। দ্বীপ থেকে দ্বীপে চলাচলে ফেরির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এই দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এমন দুর্ঘটনার ঝুঁকি বেশি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত