1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি ও বিভিন্ন সেবা পেতে রিটার্ন জমা বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষার্থী ভর্তির সময় এখন থেকে বাধ্যতামূলকভাবে দেখাতে হবে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র। এছাড়া সিটি করপোরেশন এলাকায় গ্যাস বা বিদ্যুতের আবাসিক সংযোগ, ব্যাংক ঋণ ও আমানতসহ আরও নানা ধরনের সেবা পেতেও দেখাতে হবে এই রিটার্নের কাগজ।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক সার্কুলারে এসব নির্দেশনা জারি করেছে। সার্কুলারে ২৪টি ব্যাংকিং সেবার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়া কেউ যদি এসব সেবা নিতে চান, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই সেবা দিতে পারবেন না। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও বিধান রাখা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী—

  • ব্যাংকে কোনো গ্রাহকের ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্র থাকলে,

  • ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে চাইলে,

  • কোনো প্রতিষ্ঠানের পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হলে,

তাদের অবশ্যই রিটার্ন জমা দিতে হবে।

এছাড়াও, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, চাটার্ড অ্যাকাউন্টেন্টসহ পেশাজীবী সংস্থার সদস্য হতে হলেও রিটার্ন জমার কাগজপত্র দেখাতে হবে।

রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রেও, যেমন—

  • আমদানি-রফতানি নিবন্ধন সনদ নবায়ন

  • ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন

  • জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন

  • গ্যাস ও বিদ্যুৎ সংযোগ

  • ড্রাগ লাইসেন্স

  • পরিবেশ ছাড়পত্র

  • অগ্নিনির্বাপণ ছাড়পত্র

  • ট্রলার ও নৌযানের জরিপ সার্টিফিকেট

  • আগ্নেয়াস্ত্র লাইসেন্স

এমনকি শিশুদের ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করাতে হলেও এখন থেকে রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে—যদি স্কুলটি সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভা এলাকায় অবস্থিত হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক দ্বৈত কর পরিহার চুক্তি ও রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানির জন্য ঋণপত্র (LC) খোলার ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!