পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর জারি করা সার্কুলারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সেই ছুটি পরিবর্তন করে ৬ সেপ্টেম্বর (শনিবার) পুনর্নির্ধারণ করা হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত