1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বেইলি রোডে বহুতল ভবনের বেজমেন্টে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সর্বমোট ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাস্থল থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার। উদ্ধার হওয়াদের মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ ও ২ জন শিশু।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। সেদিন রেস্তোরাঁগুলোতে রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়। ওই ঘটনায় অনেক নারী ও শিশুও প্রাণ হারিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট