হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট এলাকায় একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৯ জন, এবং নিখোঁজ রয়েছেন আরও ২৭৯ জন, জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আগুন লাগার ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, রাতেও কমপ্লেক্সের ৩২ তলা ভবনগুলোয় আগুন জ্বলতে দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্র উত্তাপ ও রাতের অন্ধকারে উপরের তলায় যাওয়া সম্ভব হয়নি। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সরকারি দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন আগুন নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চালাতে এবং হতাহতের সংখ্যা কম রাখতে।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৮০০ জনের বেশি কর্মী আগুন নেভাতে কাজ করছেন এবং আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগুন নেভানোর সময় একজন ফায়ার সার্ভিস সদস্য মারা গেছেন। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।