রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় গভীর রাতে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। গ্যারেজ মালিক ও গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে গ্যারেজে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এরপর সেখানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পাশের গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ ইসলাম বলেন, “আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।”
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার পর হঠাৎ বিকট শব্দ শোনা যায়, এরপরই ভয়াবহ আগুন দেখা দেয়। মুহূর্তেই আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে ভেতরে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
Leave a Reply