
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় শাহ আলমের মালিকানাধীন আলম কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ২৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা গেছে, আগুনের ঘটনাস্থল থেকে ৫০০ গজের মধ্যে অনুমোদনহীন আরও তিনটি কেমিক্যাল গোডাউন রয়েছে, যেখানে বিপজ্জনক রাসায়নিক মজুদ আছে। এসব গুদামে নেই ফায়ার প্ল্যান্ট, পরিবেশ ছাড়পত্র বা রাজউকের অনুমোদন।
ফায়ার সার্ভিস জানায়, পানির সংস্পর্শে এলে কেমিক্যালের আগুন আরও ভয়াবহ হয়, তাই দাহ্য পদার্থ পুড়ে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সংস্থাটি আশপাশের ৩০০ গজের মধ্যে কাউকে না থাকার নির্দেশ দিয়েছে।
তদন্তে দেখা গেছে, ডাইসিন কেমিক্যাল নামে একটি বড় টেক্সটাইল রাসায়নিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকানায় ওই তিনটি অবৈধ গোডাউন পরিচালিত হচ্ছিল। আগুন লাগার রাতে এসব গুদাম থেকে গোপনে কাভার্ড ভ্যানে কেমিক্যাল সরিয়ে নেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এসব দাহ্য ও বিষাক্ত কেমিক্যাল আবাসিক এলাকায় রাখা চরম ঝুঁকিপূর্ণ। তারা সতর্ক করে বলেছেন, সমন্বিত উদ্যোগ নিয়ে এসব গুদাম অবিলম্বে শিল্পাঞ্চলে স্থানান্তর না করলে বড় বিপর্যয় অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply