1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

বিমানবন্দরের ভল্ট ভেঙে সাতটি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগ

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম বা ভল্ট ভেঙে সাতটি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগ উঠেছে।

ঘটনাটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভল্টটিতে মোট ২১টি আগ্নেয়াস্ত্র রাখা ছিল। এর মধ্যে ১৪টি উদ্ধার করা গেলেও ৭টি অস্ত্র নিখোঁজ রয়েছে। চুরি যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি অ্যাসল্ট রাইফেল ‘এম-ফোর কার্বাইন’ এবং ব্রাজিলের তৈরি টরাস পিস্তল। তবে এসব অস্ত্র কোনো বাহিনীর ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) জামাল হোসেন এই জিডিটি করেন। তিনি জিডিতে উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর বিকেলে কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল, বিমানের জিএম (কার্গো) নজমুল হুদা, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক ফিরোজ রব্বানী, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ইফতেখারসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে মালামালের তালিকা প্রস্তুত করা হয়।

পরে এসব মালামাল ভল্টে রেখে শিকল ও তালা লাগিয়ে সিলগালা করা হয়েছিল।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!