সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হলেও সেই শোক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীজুড়ে নতুন বছর উপলক্ষে পটকা ও আতশবাজি ফোটানোর ঘটনা ঘটেছে। এরই মধ্যে রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের ভবনটির একাংশজুড়ে আগুন জ্বলছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর পুলিশের নিষেধাজ্ঞা থাকলেও এবার পরিস্থিতি ছিল ভিন্ন। রাষ্ট্রীয় শোককাল চলাকালীন এই নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে জারি করা হলেও তা উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় আতশবাজি ফোটানোর ঘটনা ঘটে, যার পরিণতিতে মিরপুরে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটল।