ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে পাঁচদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ঘোষিত কর্মসূচিতে রয়েছে ধর্মীয় প্রার্থনা, স্মরণ অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী, পোস্টারিং, শিক্ষাবৃত্তি, গণস্বাক্ষর সংগ্রহ এবং বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক আয়োজন।
১ জুলাই:
মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা
অনলাইন ও অফলাইনে জুলাই ক্যালেন্ডার বিতরণ
জুলাই হত্যাযজ্ঞের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু (চলবে ১ আগস্ট পর্যন্ত)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মরণে’ শিক্ষাবৃত্তি চালু
৫ জুলাই:
অবৈধ সরকারের জুলুম ও নির্যাতনের চিত্র তুলে ধরে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি
৭ জুলাই:
‘julyforever.org’ নামে একটি ওয়েবসাইট চালু
১৫ জুলাই:
“আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া” শিরোনামের ভিডিও প্রকাশ
তথ্যচিত্র ও গানের প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলইডি ওয়াল ইনস্টলেশন ও প্রজেকশন ম্যাপিং
বিশ্ববিদ্যালয় পর্যায়ে জুলাই স্মৃতিচারণমূলক প্রদর্শনী
১৯ জুলাই:
“কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙ্গা” ভিডিও শেয়ার
নরসিংদী, সাভারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তথ্যচিত্র প্রদর্শন
দিনটি ‘গণহত্যা ও প্রতিরোধ দিবস’ হিসেবে পালন
২৪ জুলাই:
শিশু শহীদদের স্মরণে “কী করেছে তোমার বাবা” ভিডিও
গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নারায়ণগঞ্জে শিশু শহীদ রিয়া গোপের স্মরণ
শিশু একাডেমিতে শহীদদের থিমভিত্তিক ভাস্কর্য স্থাপন
গ্রাফিক নভেল প্রকাশ
৩০ জুলাই:
“চল চল চল” ভিডিও শেয়ার
সাংবাদিকদের নিয়ে ফ্যাসিবাদবিরোধী আলোচনা অনুষ্ঠান
৩১ জুলাই:
“কাণ্ডারি হুঁশিয়ার” ভিডিও শেয়ার
কলেজ পর্যায়ে জুলাই স্মরণে অনুষ্ঠান
১ আগস্ট (৩২ জুলাই):
“গণজোয়ার” ভিডিও শেয়ার
৬৪ জেলায় তথ্যচিত্র প্রদর্শন
বিদেশে বাংলাদেশি দূতাবাসে তথ্যচিত্র প্রদর্শনী
‘২৪ জুলাই ফটোগ্রাফারের চোখে’ শিরোনামে কফি টেবিল বুক প্রকাশ
গণস্বাক্ষর কর্মসূচির সমাপ্তি
২ আগস্ট (৩৩ জুলাই):
“আমি বাংলায় গান গাই” ভিডিও
‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান ও প্রজেকশন ম্যাপিং
৩ আগস্ট (৩৪ জুলাই):
“ধনধান্য পুষ্পভরা” ভিডিও শেয়ার
শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা
রিকশা মিছিল ও গ্রাফিতি
৪ আগস্ট (৩৫ জুলাই):
“মুক্তির মন্দির সোপান তলে” ভিডিও শেয়ার
‘স্পটলাইট অন জুলাই হিরোজ’ শিরোনামে তথ্যচিত্র প্রদর্শনী
৫ আগস্ট (৩৬ জুলাই):
“শোনো মহাজন” ভিডিও শেয়ার
৬৪ জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বিজয় মিছিল, এয়ার শো, গান, ড্রোন শো ও র্যাপ পারফরম্যান্স
এর আগে গত ১৯ জুন এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত