1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

শেরপুর, নেত্রকোণা ও সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বন্যার শঙ্কা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পানিতে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২০ মে) আবহাওয়া ডটকম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, এসব জেলায় বিভিন্ন নদীতে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। বিশেষ করে শেরপুরে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টির ফলে জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও জানান, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একনাগাড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অথচ সোমবার রাত ১০টায় এ পরিমাণ ছিল ৩৯ সেন্টিমিটার।

পাউবো আরও জানায়, মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টিপাত ও উজানে অতিরিক্ত বর্ষণের কারণে নদীর পানি আবারও দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট