1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

পাকিস্তানে বৃষ্টিপাতে ৬৩ জনের মৃত্যু, পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু এবং ২৯০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানায়, বুধবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ভবন ধস, পানিতে ডুবে যাওয়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে।

পরিস্থিতি মোকাবেলায় পাঞ্জাবের বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে এবং নদীর আশপাশে বসবাসকারীদের সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মৌসুমি বৃষ্টির কারণে পাঞ্জাবজুড়ে একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ এবং বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। জুনের শেষ থেকে শুরু হওয়া বর্ষায় এখন পর্যন্ত দেশজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১৮০ জন, যার অর্ধেকই শিশু।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করছে।”

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পুরো সপ্তাহজুড়ে আরও বৃষ্টি ও আকস্মিক বন্যা হতে পারে। তাই প্রদেশজুড়ে হাজার হাজার উদ্ধারকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভয়াবহ মৌসুমি বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন প্রায় ১,৭০০ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট