ঈদের ছুটি শেষে আজ (সোমবার) শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের ট্রেনিং ক্যাম্প। তবে হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জন ফুটবলার প্রথম দিনের অনুশীলনে অংশ নেননি।
তাদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন ভুটানের পারো এফসির হয়ে বিদেশে খেলতে গেছেন। তহুরা খাতুন অনুপস্থিত ছিলেন পারিবারিক কারণে।
বাকি ১৩ জন আজ বাফুফে ভবনে কোচ বাটলারের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। উভয় পক্ষ অভিযোগ-পাল্টা অভিযোগ তুললেও তারা আগামীকাল (মঙ্গলবার) থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
অন্যদিকে, জিম সেশনে অংশ নিয়েছেন ৩১ ফুটবলার। বাফুফের চুক্তিভুক্ত ৩৬ জনের মধ্যে স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকু ব্যক্তিগত কারণে ক্যাম্পে আসেননি।
উল্লেখ্য, বাংলাদেশ নারী দল ২০২৬ সালের উইমেনস এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নেবে, যা আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত