লক্ষ্মীপুরের রায়পুরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে সোমবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে।
অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনা বাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান। অভিযানের সময় মূল আসামি বাদশা গাজি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পলাতক আসামি বাদশা গাজি চরকাচিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজ গাজীর ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।